বন্ধু যুব উন্নয়ন ক্লাব কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারীতে শুক্রবার ১০ অক্টোবর ২০২৫  বন্ধু যুব উন্নয়ন ক্লাব এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়।  মুশরত গোরগ্রাম, কাচারী পাড়ায় জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও গ্রামীণ পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ রমজান আলী। 

আলোচান সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। সংগঠনের কাজ নয় বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। 

বন্ধু যুব উন্নয়ন ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম জানায়, এই বছর বিভিন্ন স্থানে ৫০টিও বেশি বৃক্ষ রোপণ করা হয়েছে। সকলের সহযোগীতায় আগমী বছর আরো ১,০০০ (এক) হাজার বৃক্ষ রোপণ করবে।

বৃক্ষ রোপণ কর্মসূচী ও আলোচনা সভায় সংগঠনের সেচ্ছাসেবক ও এলাকার বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top