মুগ্ধতা ছড়াচ্ছে সৈয়দপুরের ‘পদ্মফুল’

নীলফামারী: নদী-নালা কিংবা বিলে নয় দৃষ্টিনন্দন ‘পদ্মফুল’ ফুটেছে খালের পানিতেও। অনেকটা এলাকা জুড়ে এই পদ্মফুল মুগ্ধতা ছড়াচ্ছে।ফলে সকাল ও বিকেলে মানুষের আনাগোনায় জায়গাটি নান্দনিকতা পেয়েছে।  

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ায় এই পদ্মফুলের দেখা মেলে। প্রকৃতির এ অনিন্দ্যসুন্দর দৃশ্য দেখতে অনেকেই আসছেন। তবে ফুল না ছেঁড়ার সতর্কতা করে সাইনবোর্ড ঝোলানো হয়েছে।

জানা যায়, কামারপুকুর এলাকাটি মূলত ইটভাটার জন্য বিখ্যাত। এ ইউনিয়নে ২২টির বেশি ইটভাটা রয়েছে। ইটভাটার মালিকরা নির্বিচারে মাটি কেটে নিলেও সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে সারাবছর পানি জমে থাকে। বিস্তীর্ণ এলাকার এসব ইটভাটার গর্তের পানিতে ফুটেছে সারিসারি পদ্মফুল। পদ্মফুলের সমাহারে দর্শনার্থীরা উচ্ছ্বসিত। বড়দের পাশাপাশি স্থানীয় শিশু-কিশোরেরাও আনন্দ উপভোগ করছে।

স্থানীয় বাসিন্দা আমু হোসেন জানান, সাদা আর গোলাপি রঙের পদ্মফুলে মুগ্ধতা ছড়াচ্ছে তাদের এলাকায়। প্রতিদিন পদ্মফুল দেখার জন্য লোকজনের আনাগোনা বেড়েই চলেছে। পদ্মফুল যেন কেউ না ছেঁড়ে তার জন্য সতর্ক সাইনবোর্ড দেওয়া হয়েছে।   ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা। ফলে দর্শনার্থীরা ভয়ে কেউ পদ্মফুল ছিঁড়েন না।

banglanews24.com

5 thoughts on “মুগ্ধতা ছড়াচ্ছে সৈয়দপুরের ‘পদ্মফুল’”

  1. excellent submit, very informative. I’m wondering
    why the opposite specialists of this sector
    don’t understand this. You must continue your writing.
    I am confident, you have a huge readers’ base already!

  2. সৈয়দপুরের খালের পানিতে ফুটে ওঠা পদ্মফুল প্রকৃতির এক অনন্য সৌন্দর্য, যা স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও মুগ্ধ করছে! এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসা মানুষজনের জন্য সতর্ক সাইনবোর্ডের ব্যবস্থা করা হয়েছে, যা পদ্মফুলের রক্ষণাবেক্ষণে সহায়ক। আরও তথ্যের জন্য Telkom University Jakarta পরিদর্শন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top